ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে আন্তঃ অনুষদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সংবাদ লাইভ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

দীন মোহাম্মদ দীনু, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) স্টেডিয়ামে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আন্তঃ অনুষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন কাউন্সিলের আহবায়ক ড. মোঃ আবুল মনসুর, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক (দায়িত্ব প্রাপ্ত) প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, খেলাধুলা চর্চা প্রাতিষ্ঠানিক শিক্ষারই একটি অংশ। বিষয়ভিত্তিক পড়ালেখার সাথে খেলাধুলার গুরুত্বও অনেক। শিক্ষার সাথে সুস্বাস্থ এবং ভাল মানসিকতার গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। খেলাধুলা একজন শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ লাইভ/বাকৃবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।