ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার বিকাশ ও পুনর্জাগরণে নিবেদিত সংগঠন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন (বিসিজিএ)-এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা আজ রবিবার (২২ জুন ২০২৫) রাজধানীর বনানীর অভিজাত হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা-তে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হওয়া এ সভায় অংশগ্রহণ করেন সদ্য ঘোষিত ১৮ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি স্থপতি কাজী আরিফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেজর মো. রাকিব (অব.)।

সভায় সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশীয় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার প্রচার-প্রসারে করণীয় বিষয়ে সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি তারা নিজেদের পরিচয় প্রদান করে বিসিজিএ’র কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৭ মে ২০২৫ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৮ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন—সহ-সভাপতি আজিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক ফাইজ আহমেদ, কোষাধ্যক্ষ ইফতেখার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহসান (অব.), সদস্য শাহরিয়ার কবীর, দেলোয়ার হোসেন, কৃষিবিদ শেখ আহসান হাবিব, মনির হোসেন, নুসরাত জাহান, সোহেল রানা, তৌকির আহমেদ, আলমগীর কবির ও সাবরিনা আখতার।

সংবাদ লাইভ/ঢাকা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।