ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাঁধন রক্তদানে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে কর্মসূচি পালন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় একাডেমিক ভবনের নিচতলায় উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্তদান করে আমরা অসহায় মানুষের জীবন বাঁচাতে পারি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করেন।

বাঁধনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা আশা করি, এই কর্মসূচির মাধ্যমে অনেক শিক্ষার্থী রক্তদানে উৎসাহিত হবেন। কর্মসূচির শেষে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বাঁধনের সদস্যদেরকে ধন্যবাদ জানান।

সংবাদ লাইভ/ সৈকত

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।