ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বশেফমুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বশেফমুবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্র ও বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) স্বপ্নদ্রষ্টা-প্রতিষ্ঠাতা আলহাজ্ব মির্জা আজম, এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে বুধবার (২৯ নভেম্বর) ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

বঙ্গবন্ধু পরিষদ বশেফমুবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর এস.এম ইউসুফ আলী, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. মাহমুদুল আলম, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ বক্তৃতা করেন।

কর্মসূচিতে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে জামালপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্র ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মির্জা আজম, এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।