ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বশেফমুবিপ্রবিতে নতুন সহকারী প্রক্টর পার্থ সারথী দাশ

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
এপ্রিল ১১, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

বশেফমুবিপ্রবি প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি ) সহকারী প্রক্টর পদে পার্থ সারথী দাশকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার

( ১০ই এপ্রিল) রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান আগামী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেছেন।

এক অফিস আদেশে বলা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৯(১) অনুযায়ী ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথী দাশকে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি সহকারী প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে আজ মঙ্গলবার (১১ই এপ্রিল) তিনি সহকারী প্রক্টর পদে যোগদান করেন। এসময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, পার্থ সারথী দাশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি) থেকে ২০১০সালে মাৎস্যবিজ্ঞানে স্নাতক এবং ২০১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্রসমিতির সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। এছাড়া ফিশারিজ ক্যারিয়ার বইয়ের অন্যতম সংকলক।

সংবাদ লাইভ/ফাহাদ

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।