নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি ) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে। রোববার (৩০ জুলাই) দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে বশেফমুবিপ্রবি’র ফিশারিজ বিভাগ।
দিবসটি উপলক্ষে দুপুর ১টায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন বশেফমুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।
মাৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেফমুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমি আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) এস এম ইউসুফ আলী, মির্জা নুরুন্নাহার বেগম হলের প্রভোস্ট ( ভারপ্রাপ্ত) ড. মোঃ ফরহাদ আলী, মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান,সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুল হক, ছাত্রলীগের আহ্বায়ক কাওছার আহমেদ স্বাধীন,যুগ্ন আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ প্রমুখ।
এসময় মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পর সকাল ২টায় মাৎস্যবিজ্ঞানের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে ফিশারিজ বিভাগের শ্রেণীকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


