বশেফমুবিপ্রবি প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’- এই স্লোগানকে সামনে রেখে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস-২০২৩উদযাপিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফিশারিজ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।
এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান,
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদীকুর রহমান ইমন ,
ড. মোহাম্মদ ফরহাদ আলী, ড. মাহমুদুল হাছান,মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, সৈয়দ আরিফুল হক, মোঃ মুখলেসুর রহমান, পার্থ সারথী দাশ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এক সভায় কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদার ঘোষণা দেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২০১০ সাল থেকে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রতিবছর এ দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পর থেকে প্রতিবছর দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয় দেশের বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে।
সংবাদ লাইভ/এবি


