বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শহরের মুজিব মঞ্চের সামনে সমাবেত হন। সেখানে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
পরে বেলা ১২ টার দিকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ র্যালী বের হয়। এতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুজিব মঞ্চে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালী শেষে বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান এবং সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতি কেক কাটা হয়।
এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী টেম্পল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল পৌণে ৮ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এদিন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি শাহ সুলতান কলেজের সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি সবুজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বির, নয়ন অধিকারী, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শেখসহ বিভিন্ন উপজেলা ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ছাত্রলীগ। সংগঠনটি বর্তমান সময়ে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। ১৯৪৮ সালের এদিনে বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশনায় প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ।


