বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা
৫ ই ডিসেম্বর থাইল্যান্ড উপসাগরে ট্রপিকাল ডিস্টারবেন্স (ঘূর্ণিঝড় সৃষ্টির একদম প্রাথমিক অবস্থা) সৃষ্টির প্রবল সম্ভাবনা। ৬ ই ডিসেম্বর দিনের শুরুতে আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণে লঘুচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। ৬ই ডিসেম্বর দিনের শেষ দিকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ৭ ই ডিসেম্বর পূর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা (যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে নাম হবে ম্যানদৌস (Mandous))। সম্ভব্য ঘূর্ণিঝড়টি ডিসেম্বর মাসের ৯ তারিখে সকালের পর থেকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী কোন স্থান দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সর্বশেষ পূর্বাভাস অনুসারে।
যদিও সম্ভব্য এই ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে অনেক দূরে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে কিন্তু এর প্রভাবে বাংলাদেশে বরিশাল, খুলনা, ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে। সর্বশেষ পূর্বাভাস অনুসারে সম্ভব্য এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশের বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হলও ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট মেঘের বহিঃস্থ বৃষ্টি বলয় যা মেঘের ঘূর্ণনের কারণে সৃষ্টি হয়।
লেখক: মোস্তফা কামাল পলাশ
সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক


