ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে ৭ই মার্চের আলোচনা সভায় ছিলেন না শিক্ষার্থীরা

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
মার্চ ৮, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ছিল না শিক্ষার্থীদের উপস্থিতি ‌। এবিষয়ে জানতে চাইলে, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান বলেন-” আমরা বিশ্ববিদ্যালয় একটি পরিবার, সব প্রোগ্রাম আমরা মিলেমিশে করি। পুষ্পস্তবক অর্পণের সময় ছাত্রলীগের কয়েকজন এবং সাধারণ শিক্ষার্থীরাও কয়েকজন ছিল। অনেকের ক্লাস-পরীক্ষা ছিল।তবে শিক্ষার্থীরা কেন আলোচনা সভায় আসেনি, এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা করে মেসেজ দেবো।

এদিকে সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান। এরপরই শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু পরিষদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কর্মকর্তা-কর্মচারী পরিষদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এরপর প্রশাসনিক ভবন চত্বরে ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুস্তম আলী ঠিকাদার। প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক তাইয়্যেবা তাবাসসুম।

সহকারী রেজিস্ট্রার সাব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।

অপরদিকে একই সময় কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় শিক্ষার্থীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন আহ্বায়ক কাওছার আহমেদ স্বাধীন ,যুগ্ন আহ্বায়ক সেবক দাস , ইনতিসার আহমেদ সানি, সদস্য মাসুদ রানা প্রমুখ। এসময় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণও প্রদর্শন করা হয়।

সংবাদ লাইভ/ফাহাদ

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।