আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: বগুড়ায় জেলা ছাত্রলীগের নবঘোষিত কমিটির চলমান বিরোধের জেরে কার্যালয়ের দরজা খুলে নিয়ে গিয়েছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে সভাপতি-সম্পাদকের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক বিকেল ৫টায় নতুন কমিটির সভাপতি সজীব সাহা ও সম্পাদক মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী টেম্পল রোডের দলীয় কার্যালয়ে আসেন। পরে সংগঠনের তালাবদ্ধ দরজা ভেঙ্গে তারা প্রবেশ করে আলোচনা সভা করেন। এরপর মুজিব মঞ্চের সামনে তারা অবস্থান নেয়।
পরে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের অনুসারীরা গিয়ে সংগঠনটির কার্যালয়ের দরজা নিয়ে টেম্পল রোডে অবস্থিত টাউন ক্লাবে রেখে দেন৷
এ বিষয়টি সম্পর্কে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জয় বলেন, ‘আমরা অন্যান্য দিনের মতো আজও দলীয় কার্যালয়ে গিয়েছেলাম। সেখানে নেতাকর্মীদের নিয়ে সংক্্ষিপ্ত আলোচনা শেষে কার্যালয় থেকে বেরিয়ে আসি। তবে কে বা কারা কার্যালয়ের দরজা খুলে নিয়ে গেছেন সে বিষয়ে কিছু জানেন না বলেও জানিয়েছেন এই নেতা।
এদিকে ছাত্রলীগ কার্যালয়ের দরজা উধাওয়ের ঘটনায় নিন্দা জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সংগঠনটির একাংশের নেতারা। এতে শহরের মুজিব মঞ্চ এলাকা ও টেম্পল রোডের দলীয় কার্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলা ছাত্রলীগের চলমান বিবাদ নিয়ে বিশৃঙখলা ও নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।
গতকাল রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া ও বঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দ্বিতীয় বারের মতো জেলা ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।


