দেশের ছয় পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে বদলির নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
গেল ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোঃ আব্দুর রহিমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
বদলিকৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদকে টেকনাফ পৌরসভায়, নোয়াখালির সোনাইমুড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাম্মেল হককে লাকসাম পৌরসভায়, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে বিরামপুরে, দিনাজপুরের বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফাইজুল ইসলামকে শেরপুরে, বগুড়া শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলামকে বগুড়ায় স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেনকে ঢাকার ধামরাইয়ে শূন্য পদে বদলি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের এক আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হলো। বদলি হওয়া কর্মকর্তাদের চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেয়ার আদেশ দেয়া হয়। অন্যথায় তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (stand release) করা হবে।


