আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: বগুড়া সদরের বড় কুমিরায় পূর্ব শত্রুতার জেরে ডিস ব্যবসায়ী রঞ্জু সরদার (৩৮) হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন।
এ সময় দন্ডিতদের ২০ হাজার করে জরিমানাও করা হয়। অনাদায়ে তাদের অতিরিক্ত আরও ছয় মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন বিচারক।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মোঃ রিপন শেখ, মোঃ রাজু শেখ, রিজু শেখ, আইনুল ইসলাম, মোঃ একরাম হোসেন ওরফে প্যারাসুট, খয়বর আলী, আজগর আলী, সিরাজুল ইসলাম, মোঃ জিন্নাহ প্রামাণিক, মাহফুজার রহমান ও আশরাফুল ইসলাম আশরাফ।
এদিন হত্যা মামলার রায় ঘোষণার সময় আদালতে ৫ জন আসামীকে হাজির করা হয়। এ মামলার বাকি ৭ আসামী পলাতক রয়েছেন।
জানা যায়, হত্যা মামলায় দন্ডিত বাদল শেখ মৃত্যুবরণ করেন। এতে মামলা থেকে অব্যাহতি পান তিনি।
রঞ্জু হত্যা মামলায় রায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাছিমুল করিম হলি।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহতের বাবা আজহার আলী সরদার জানিয়েছেন, মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে পারলাম। এই মামলার ন্যায় বিচার পেয়ে আমি সন্তুষ্ট। এসময় তাঁর চোখ থেকে আনন্দ অশ্রু ঝড়তে থাকে।
মামলার এজহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১২ সালে জুলাইয়ের ৭ তারিখে বগুড়া সদরের বড় কুমিরার বি এড কলেজের সামনে রঞ্জু সরদারকে কুপিয়ে হত্যা করে সংঘবদ্ধ একটি চক্র। পরে এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন নিহিতের বাবা আজহার আলী সরদার।
হত্যা মামলা দায়েরের দীর্ঘ ১১ বছর পর হত্যা মামলার রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত রঞ্জুর পরিবারের সদস্যরা।


