ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় শূন্য দুই সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করলেন ২২ প্রার্থী

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শূন্য দুই সংসদীয় আসনের উপনির্বাচনে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে নয়জন ও বগুড়া-৬ আসনে ১৩ জন প্রার্থী হয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তাঁরা মনোনয়ন পত্র জমা দেন।

বগুড়া-৪ (সংসদীয় আসন-৩৯) থেকে যারা প্রার্থী হয়েছেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) এ কে এম রেজাউল করিম তানসেন, বাংলাদেশ কংগ্রেসের মোঃ তাজ উদ্দীন মন্ডল ও জাকের পার্টির আব্দুর রশিদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোঃ আশরাফুল হোসেন আলম, মোঃ গোলাম মোস্তফা, আলহাজ্ব মোঃ ইলিয়াস আলী, মোঃ কামরুল হাসান সিদ্দিকী ও মোঃ আব্দুর রশিদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এদিকে বগুড়া-৬ (সংসদীয় আসন-৪১) থেকে যারা প্রার্থী হয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাতীয় পার্টির মোঃ নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মোঃ মনসুর রহমান, জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক, গণফ্রন্টের মোঃ আফজাল হোসেন ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ নজরুল ইসলাম। এই আসনে স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সৈয়দ কবির আহমেদ মিঠু, মাছুদার রহমান হেলাল, মোঃ সরকার বাদল, মোঃ রাকিব হাসান ও মোঃ আশরাফুল হোসেন আলম।

বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন আ.লীগের রাগেবুল আহসান রিপু। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

উপ-নির্বাচন নিয়ে রাগেবুল আহসান রিপু বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন। বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি, এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, উন্নত কলকারখানা নির্ণাম এবং নদীপথ পূনরায় সচল করা। আমি নির্বাচিত হলে সেসব পূরণের চেষ্টা করব।’

এর আগে গতকাল বুধবার (৪ জানুয়ারি) বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছে বগুড়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মান্নান আকন্দ ও ইমদাদুল হক ইমদাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। বগুড়ার দুই শূন্য আসনের জন্য ২২ জন প্রার্থী আমাদের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।’

গত বছরের ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপির গণসমাবেশে দলটির ৭ সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এর পরের দিন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও ছয় এমপি স্পীকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

এরপর ১৮ ডিসেম্বর শূন্য ঘোষিত আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, মনোনয়ন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ৫ জানুয়ারি। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আর আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি সমর্থিত মোশাররফ হোসেন। তবে দলীয় সিদ্ধান্তে গেল ডিসেম্বরে পদত্যাগ করেন তিনি। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এদিকে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে অসুস্থতার কারণ দেখিয়ে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ২৪ জুন এ আসনে উপ-নির্বাচনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচিত হন। কিন্তু গত ডিসেম্বরের ১১ তারিখে পদত্যাগ করায় আসনটিতে পূণরায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।