ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় শূন্য দুই সংসদীয় আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় শূন্য দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাইপর্বে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তারা।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- মোঃ আব্দুর রশিদ (স্বতন্ত্র), আশরাফুল হোসেন আলম (স্বতন্ত্র), আলহাজ্ব মোঃ ইলিয়াস আলী (স্বতন্ত্র), মোঃ কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (স্বতন্ত্র), গোলাম মোস্তফা (স্বতন্ত্র)।

বগুড়া-৬ (সদর) আসনে যাদের মনোনয়ন বাতিল হয়েছে- মোঃ আব্দুল মান্নান (স্বতন্ত্র), মোঃ সরকার বাদল (স্বতন্ত্র), সৈয়দ কবির আহমেদ (স্বতন্ত্র), আশরাফুল হোসেন আলম (স্বতন্ত্র), রাকিব হাসান (স্বতন্ত্র), মোঃ মনসুর রহমান (বাংলাদেশ কংগ্রেস)।

জানা যায়, মনোনয়নপত্র বাছাইপর্বে বাতিল হওয়া প্রার্থীদের ১০ জন স্বতন্ত্রপ্রার্থী ও একজন বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। তবে ভোটারদের মিথ্যা সমর্থন ও ঋণ খেলাপির অভিযোগে এসব প্রার্থীদের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় সংসদ উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাই’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

গেল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মনোনয়ন দাখিলের শেষ দিনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৯ জন ও বগুড়া-৬ (সদর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মূলত তারই প্রেক্ষিতে রোববার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বাছাই-বাছাই অনুষ্ঠিত হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।