ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

পৌষের হিমেল হাওয়া ও তীব্র শীতে জনজীবনে বিপর্যয় মেনে এসেছে। হাড় কাপানো এই শীতে বিপাকে পড়েছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষেরা। ইতোমধ্যে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো। এবার সে তালিকায় যুক্ত হলো জেলা পুলিশ।

বগুড়ার শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সদরের পুলিশ লাইন্সে এসব কম্বল বিতরণ করা হয়।

বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের সহযোগিতায় ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এসময় তিনি বলেন, প্রচন্ড এই শীতে অসহায় ও নিন্ম আয়ের মানুষেরা প্রচুর কষ্ট করেন। তাদের কষ্ট লাগবে সমাজের বিত্তশালী ও সামজিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত। শুধুমাত্র তাহলেই আমাদের সমাজে ভেদাভেদ কমিয়ে আসবে। ইতোমধ্যে যারা এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মাহবুবুল হক, প্ল্যান্ট ম্যানেজার মোঃ ফজলুল হক ও ফরহাদ হোসাইন প্রমুখ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।