বগুড়ায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শহরের অন্যতম ইভেন্ট ফটোশ্যুট প্রতিষ্ঠান ‘ফটোফিল্ম ও ইভেন্ট বি’।
রোববার (১লা জানুয়ারি, ২০২৩) বিকেলে জলেশ্বরীতলায় রোমেনা আফাজ সড়কের ‘এনকে টাওয়ারে’ ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। স্বত্তাধিকারী রাহুল হাসান হৃদয় জানান, প্রতিটি মানুষই বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানের মধুর স্মৃতিগুলো জীবিত রাখতে চান।
আর তাদের সেই মধুর স্মৃতিগুলো ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে তাদের হাতে তুলে দিয়ে বেশ আনন্দ অনুভব করি।
তিনি জানান, বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে প্যাকেজের মাধ্যমে যে যার সামর্থ ও ইচ্ছে অনুসারে আমাদের কাছে বুকিং দিয়ে রাখতে পারেন।
ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় শখের বসে এই ফটোগ্রাফি শুরু করেন। এরপর, পার টাইম জব হিসেবে ‘ওয়েডিং ডায়েরি বাংলাদেশ’ সাথে বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি শুরু করেন।
এরপর, পারিবারিক ও ব্যক্তিগত কারণে বগুড়াতে এসে ফটোগ্রাফি শুরু করেন। বর্তমানে ফটোগ্রাফিকেই পেশা হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছে এই তরুণের। উদ্বোধনী অনুষ্ঠানে হৃদয়ের বাবা-মা, পরিবারের অন্যান্য সদস্যসহ বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।


