উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৬ টার দিকে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বগুড়ার আকাশে হালকা মেঘ ও ঘন কুয়াশা রয়েছে। তবে মেঘ ও কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলার আবহাওয়া অফিস।
শৈত্যপ্রবাহ ও কনকনে শীতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। এমন আবহাওয়ায় নিন্ম ও স্বল্প আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। পুরোনো ও হালকা গরম কাপড়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।
বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মেঘ ও কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়তে পারে বলেও জানিয়েছে দপ্তরটি।
এদিকে তীব্র শীতে মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। গেল কয়েকদিনে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শজিমেক হাসপাতালে রোগী বেড়েছে কয়েকগুণ।
শীতে কাহিল মানুষেরা ভিড় করছেন শহরের গরম কাপড়ের দোকানগুলোতে। তবে শীতকে উপেক্ষা করেই জীবন-জীবিকার তাগিদে কর্মের সন্ধানে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।


