ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় বিড়াল প্রদর্শনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় বিড়াল প্রদর্শনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনী হয়েছে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

বগুড়া জেলা পেটস কেয়ার টিমের (Pet’s Care Team Bogura) আয়োজনে এদিন প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রায় দুইশো বিড়াল ও কুকুর নিয়ে অংশগ্রহণকারীরা হাজির হন।

প্রদর্শনীতে দেড় বছর বয়সী ব্রিটিশ লং হেয়ার জাতের একটি বিড়াল নিয়ে এসেছেন শিক্ষার্থী নিশাত তাবাসসুম। তিনি বলেন, এই বিড়ালকে প্রাণী হিসেবে নয় আমরা তাক্ব পরিবারের সদস্য হিসেবে লালনপালন করি। এর বয়স দেড় বছর। শুরু থেকে যত্ন ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে তাকে লালন করে আসছি। ওর সামান্য কিছু হলেই আমার বাবা-মাও দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েন।

এদিন জমকালো প্রদর্শনী ঘুরতে ঘুরতেই চোখে পড়লো সূদুর লন্ডন থেকে আমদানি করা কুকুর ‘গোল্ডেন রেড ট্রিভার’। শিক্ষিকা শ্রাবণী সুলতানার পাশে বসে খুনসুটিতে মেতেছে।

দৃষ্টিনন্দন এই কুকুরকে নিয়ে শ্রাবণী সুলতানা জানালেন, মূলত আমি এই প্রাণীকে (কুকুর) নিজের নিরাপত্তার জন্যই লালন-পালন করছি। দিনের বেশিরভাগ সময়েই তাকে আমার সঙ্গে রাখি। আজ এই প্রদর্শনীতে এসেছি তাকে ভ্যাক্সিন দেয়ার জন্য।

এদিকে প্রদর্শনীতে কয়েকজন অংশগ্রহণকারী পোষ্য প্রাণী পালকদের পুরস্কৃত করা হয়।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো ও ভিডিও কনটেস্টের জন্য প্রিয় পোষ্যদের ছবি চাওয়া হয়। পরে যাছাই-বাছাইয়ের মাধ্যমে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া র‍্যাম্প শো’তে যেসব প্রাণী অংশগ্রহণ করবে তাদের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

প্রদর্শনী নিয়ে আয়োজক মঈনুল হাসান বলেন, বগুড়ায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে। মূলত পোষা প্রাণীদের হিসাব সংরক্ষণ ও তাদের ভ্যাক্সিনেশন করাতেই এই আয়োজন করা হয়েছে।

এদিন আলোচনা সভায় মঈনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। এতে উদ্বোধক ছিলেন বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি।

এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদ, রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ ও জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি এ্যাডোনিস বাবু প্রমুখ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।