‘ভোটা-ভাতের অধিকার প্রতিষ্ঠা কর’ স্লোগানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার পুনরুদ্ধার ও নিত্যপণ্যের দাম কমিয়ে ভাতের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-লুটপাটের অবসান, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিয়ে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বগুড়ার সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলার সহ-সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা।
এতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য শ্যামল বর্মণের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম, বাসদ বগুড়ার সদস্য সচিব এ্যাড. দিলরুবা নূরী ও সদস্য মাসুদ পারভেজ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ ভোট ও ভাতের অধিকার চায়। কিন্তু দিনের পর দিন জনগনের সাথে প্রতারণা করা হচ্ছে। উন্নয়নের কথা বলে প্রতিটি নিত্যসামগ্রীর দাম বৃদ্ধি করছে। নানা পাঁয়তারা করে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার।
এদিন বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষদের মৌলিক অধিকার রক্ষায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা যে আন্দোলন শুরু করেছে। এটা অব্যাহত থাকবে। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করে যাবে বাম গণতান্ত্রিক জোট।


