আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর শিশু সিফাত হত্যাকান্ডে জড়িত একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাপাতি ও জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
নিহত সিফাত হত্যাকান্ডে জড়িত অপ্রাপ্তবয়স্ক শিশু হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। তবে ১৩ বছর বয়সী হত্যাকান্ডে জড়িত শিশু বগুড়ার একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর মনিপুরীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার জানান, মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটেছে। মূলত গেমিং আইডির পাসওয়ার্ড না দেয়ার কারণে সিফাতকে নৃশংসভাবে তারই বন্ধু হত্যা করে। পরে পুলিশের চোখে ফাঁকি দিতে আত্মগোপনে চলে যায় সে।
সিফাত হত্যাকান্ডে জড়িত ওই শিশু বগুড়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। সবশেষ ঢাকার মনিপুরী পাড়াতে অবস্থান নিয়েছিলো। তবে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের চৌকস দল হত্যাকান্ডে জড়িতকে আটক করেছে।
এ ধরনের হত্যাকান্ড এড়াতে পদক্ষেপের কথা জানিয়ে সুদীপ কুমার জানান, নারী ও শিশুদের সুরক্ষায় আমাদের ডেস্ক রয়েছে। পাশাপাশি বেশকিছু এনজিও আমাদের সঙ্গে কাজ করছে। এতে করে যেন শিশু ও নারীদের সুরক্ষা দিতে পারি। তারপরও যেসব বিশৃঙখলা ঘটছে সেগুলো হাতেগোনা। আমরা আরও সতর্ক এবং শক্ত অবস্থানে যাব।
প্রসঙ্গত, গেল ২৬ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিশ্চিতপুর থেকে অজ্ঞাত এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে গতকাল রাজধানীর মনিপুরীপাড়া থেকে তাকে আটক করা হয়।


