আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: বগুড়ায় পাঁচটি উপজেলা ও তিন কলেজ ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ দিয়েছে জেলা ছাত্রলীগ। এজন্য আগামী ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে সংগঠনটির সভাপতি-সম্পাদকের কাছে জীবনবৃতান্ত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া পৌর শাখা, শেরপুর উপজেলা, নন্দীগ্রাম উপজেলা, দুপচাঁচিয়া উপজেলা, গাবতলী উপজেলা, কাহালু উপজেলা, সরকারি শাহ সুলতান কলেজ, সান্তাহার সরকারি কলেজ ও সরকারি নাজির আখতার কলেজ ছাত্রলীগ ইউনিটকে পূর্ণাঙ্গ করতে জীববৃতান্ত দেয়ার নির্দেশ দেয়া হলো। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গেল ৭ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটির ঘোষণা দেয়া হয়। এসময় সজীব সাহাকে সভাপতি ও মাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩০ জন বিশিষ্ট কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।


