বগুড়ার উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হতে প্রচারের কমতি রাখছেন না প্রার্থীরা। ব্যানার-ফেস্টুন টাঙিয়ে, পোস্টার সাঁটিয়ে, মাইকে প্রচার চালিয়ে নির্বাচনের গণসংযোগ করা হচ্ছে। তবে এবার নৌকার পক্ষে স্থানীয় ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়ার সাতমাথায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ করেছে মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু। তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সর্বদায় মঙ্গলের জন্য কাজ করে গেছে। আজ তারা নির্বাচনী প্রচারের জন্য সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে। এটা অত্যন্ত প্রশংসনী একটি উদ্যোগ। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
ছাত্রলীগের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এ বিনামূল্যে চিকিৎসা সেবা দেন শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত দাস ও ইন্টার্ন চিকিৎসক ডা. তন্ময় মাহমুদ। এসময় তার সঙ্গে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সহযোগিতা করেন।
এদিন অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহ-সভাপতি ডা. নাফিউল কবির রিফাত, শজিমেক সন্ধানীর সাধারণ সম্পাদক অর্নব আকন্দ, ছাত্রলীগ নেতা শৈশব রায় প্রমুখ।


