ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের প্রতিনিধি সভা

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করা লক্ষ‌্যে প্রতিনিধি সভা করেছে ছাত্রলীগ। বুধবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বগুড়া জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাংলাদেশের উন্নয়নের গল্প, বিশ্ব ইতিহাসের সবচেয়ে সেরা গল্প। বগুড়ার মানুষকে সেটির বহিঃপ্রকাশ হিসেবে নৌকা মার্কার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে তারুণ‌্যে প্রতীককে বেঁছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি বলেন, আগামীর প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন‌্যার ঐকান্ত প্রচেষ্টায় দেশে ৫০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী থেকে আজ ১৩ কোটিতে দাঁড়িয়েছে। কোনো জাদুর কাঠির ছোয়ায় নয়, এটি শুধু সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার জন‌্য।

বগুড়ার উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, বগুড়ায় অসংখ‌্য মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। যদি এই তরুণ শিক্ষার্থীরা নৌকার প্রার্থীকে বিজয়ী করে তাহলে বগুড়ায় একটি আধুনিক বিশ্ববিদ্যালয় উপহার দেওয়া সম্ভব হবে। শহরে যে যানজট সেটি নিরসণ করা যাবে। শুধু তাই নয়, বগুড়াবাসীর দীর্ঘদিনের চাওয়া করতোয়া নদীকে পূণরায় খরস্রোতা করা। সেই আশাটিও পূরণ করা সম্ভব হবে যদি রিপু ভাই নির্বাচিত হয়। আমি আশা করব, বগুড়ার তরুণ প্রজন্মের ভোট উন্নয়নের মার্কায় যাবে।

প্রতিনিধি সভায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এদিন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান ‍দুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল প্রমুখ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।