বগুড়ায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়েছে।
সেমিনারে বগুড়ার জেলা প্রশাসক দীনেশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
দেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশের কয়েক লাখ প্রবাসী অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছেন। এতে করে দেশের অর্থনীতির চাকা আরেক ধাপ এগিয়ে গিয়েছে। তাদের উপার্জিত অর্থ সঠিক বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি আরও চাঙ্গা করে তোলা সম্ভব।
তিনি বলেন, বর্তমান সময়ে অভিভাবকেরা সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু তাদেরকে কারিগরি দিকেও মনোযোগী করে তুলতে হবে। দিন বদলে গিয়েছে। সন্তানদের উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেওয়া গেলে দেশে দক্ষ জনশক্তি তৈরী হবে। ইতোমধ্যে সরকার জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে বিদেশ যেতে বিদেশগামীদের প্রতি আহবানও জানান তিনি।
এদিন সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন, বগুড়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান ইসলামী ব্যাংক লিমিটেডের জোনাল চীফ মোঃ রেজাউল করিম প্রমুখ।


