বগুড়ার-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সুবিধা চালু করেছে ছাত্রলীগ। দু’দিন ব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এদিন প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম হোসাইন বলেন, ‘ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আজকের এই মেডিকেল ক্যাম্পও তারই অংশ বিশেষ। মূলত মেডিকেল ক্যাম্পটি বগুড়া সদর আসনের নৌকার প্রার্থী রিপু ভাইয়ের বিজয় নিশ্চিতে মেডিকেল কলেজ ছাত্রলীগের এই আয়োজন। আমরা আশা করছি, এই আসনে নৌকার বিজয় নিশ্চিতের মধ্য দিয়ে সারাদেশে একটি বিশেষ বার্তা দিতে চাই। বগুড়ার মাটি যে মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত মাটি নৌকায় ভোট প্রদানের মাধ্যমে এই এলাকার মানুষেরা তা বুঝিয়ে দিবে।’
ফ্রি মেডিকেল ক্যাম্পে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি সজীব সাহা।
বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পে বিনামূল্যে রোগীদের সেবা দেন ইন্টার্ন চিকিৎসক ডা. নাফিউল কবির রিফাত। এসময় তাকে সহযোগিতা করেন বগুড়া শজিমেক শাখা ছাত্রলীগ নেতা শৈশব রায় ও সন্ধানীর সাধারণ সম্পাদক অর্ণব আকন্দ।
বিষয়টি নিয়ে নাফিউল কবির রিফাত বলেন, আমরা কয়েকজন মেডিকেল শিক্ষার্থীরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও কিছু ঔষধ বিতরণ করেছি। এতে কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। আমরা চেষ্টা করব সর্বদায় সাধারণ মানুষের পাশে থাকার।


