ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বইমেলায় প্রকাশিত হয়েছে অপ্রতীম রাজীবের ‘রংতামাশার ভূতের গল্প’

আশরাফুল ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে অপ্রতীম রাজীবের ‘রংতামাশার ভূতের গল্প’৷ এটি তার তৃতীয় গল্পের বই।

‘রংতামাশার ভূতের গল্প’ বইটি রম্য অতিপ্রাকৃত গল্পের সংকলন। সুজন জাহাঙ্গীরের দৃষ্টিনন্দন প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে ছায়াবীথি। চার ফর্মার এই বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

অমর একুশে গ্রন্থমেলার ৪৪৯-৪৫২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও ছায়াবিথীর অফিসিয়াল ফেসবুক পেইজ ও রকমারি ডট কমে বইটি পাওয়া যাবে।

বইটি সম্পর্কে অপ্রতীম রাজীব বলেন, এটি আমার তৃতীয় গল্পের বই। বইটি মূলত রম্য অতিপ্রাকৃত গল্প নিয়ে সাজিয়েছি। এটি বিভিন্ন বয়সের মানুষই পড়তে পারবে। আশা করছি, বইটি পড়লে সবাইকে ভালো লাগবে।

প্রসঙ্গত, এর আগে অপ্রতীম রাজীবের ‘দুষ্টু ছাত্রের নির্মিত বই’ ও ‘কল্পবৈজ্ঞানিক রূপকথা’ শিরোনামে দুটি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও ‘সমুদ্র-মন্থন’ নামের একটি কবিতার বই রয়েছে এই লেখকের।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।