মুহাম্মদ রওশন জামিল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হাসান ফারাবী। ২০১৯ সাল থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং।চার বছরের অভিজ্ঞতা নিয়ে এখন মাসে আয় করেন দেড় থেকে দুই লাখ টাকা।পাশাপাশি প্রশিক্ষণের কাজও করে যাচ্ছেন তিনি।
২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে থাকাকালীন সময়ে ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও দেখেই অনুপ্রাণিত হন ফুয়াদ। পরবর্তীতে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়া সফল ব্যক্তিদের ভিডিও দেখে তার এ পথে আসার আগ্রহ জন্মায়। এরপর তিনি ফ্রিল্যান্সিং ফিল্ড সম্পর্কে জানার চেষ্টা করেন এবং কাজের সঙ্গে জড়িতদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে ইউটিউব ও বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লাটফর্ম থেকে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করেন। পরবর্তীতে পরিচিত ফ্রিল্যান্সারদের সহযোগিতা তাকে অনেক আরো অনুপ্রাণিত করে বলে জানান তিনি।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট তৈরির চারমাস পর তিনি তার প্রথম কাজ পান। প্রথম কাজটি সফলভাবে সম্পন্ন করে ক্লায়েন্টের কাছ থেকে ১২ ডলার টিপস-সহ মোট ৭২ ডলার পান। এর মাধ্যমেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের আয় শুরু হয় তার।
বর্তমানে ফুয়াদ বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ডের অন্তর্ভুক্ত এবং ফ্রিল্যান্সিং ক্যাটাগরির ডিজিটাল মার্কেটিংয়ে লেভেল ৪ অবস্থানে আছেন। তিনি সরকারি তালিকাভুক্ত একজন ফ্রিল্যান্সার। এ বিষয়ে বিভিন্ন সরকারি ইভেন্টে আমন্ত্রণ পেয়ে থাকেন।
তিনি,ফাইভার মার্কেটপ্লেসে টপ রেটেড সেলার হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এর পরিপ্রেক্ষিতে ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী অনেকেই তার কাছে শেখার আগ্রহ প্রকাশ করেন।
নতুনদের জন্য পরামর্শ হিসেবে ফুয়াদ বলেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটি পুরোপুরি শ্রম এবং সময়ের ওপর নির্ভরশীল। ধৈর্য ও আগ্রহের সঙ্গে নিয়মিত এ কাজে লেগে থাকতে হয়। এ কাজের জন্য মার্কেটপ্লেসের ওপর নির্ভর করে থাকতে হয় না। নিজে স্কিল ডেভেলপ করে নিজেই নিজের আয়ের উৎস বের করে ফেলা সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবগুলো সেক্টর দখল করে ফেলতে পারে। তাই নতুনদের এ বিষয়ে জানতে হবে।
ফ্রিল্যান্সিং এর পাশাপাশি পড়াশোনায় কোনো সমস্যা হয় কিনা জানতে চাইলে তিনি জানান,সবকিছু গোছানো থাকে তাই পড়াশোনা সহজ হয়ে আসে আর পরিক্ষার আগে তেমন কাজ নেওয়া হয়না নিলেও ছোট ভাইবোনদের (যারা তার কাছে শিখছেন) সাহায্য নেন।


