ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

সংবাদ লাইভ
ডিসেম্বর ২০, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: বগুড়া সদরের ঠনঠনিয়াতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে আর্থিক দন্ড দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- রয়েল ফার্মেসী, ফরিদ ফার্মেসী, মা ফার্মেসী ও ফাবিয়া ফার্মেসীকে আর্থিক দন্ড দেয়া হয়েছে। এর মধ্যে রয়েল ফার্মেসীকে ৪ হাজার টাকা এবং বাকি তিনটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এদিন অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় তাকে সসহযোগিতা করে জেলা পুলিশের একটি বিশেষ দল।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

এ ব্যাপারে ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘বগুড়া সদরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে কয়েকটি ফার্মেসী মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছিলো এমন অভিযোগ পাই। পরে অভিযান চালিয়ে তার সত্যতা পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।