ঢাকাশনিবার , ১ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ফাঁকা ঢাকায় জলাবদ্ধতার ভোগান্তি

মেহেদী সৌরভ, ঢাকা
জুলাই ১, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী সৌরভ, ঢাকা: ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকেই। এতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। তবে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় স্বস্তির বদলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ধানমন্ডি জিগাতলা, গ্রিনরোড, ধানমন্ডি- ২৭, ধানমন্ডি-৩২, আরামবাগ, হাতিরঝিল, শাহজাদপুর,
নয়া পল্টনসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে।

ধানমন্ডির এক বাসিন্দা জানান, এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি জমেছে। তাছাড়া প্রধান সড়কের পাশের রাস্তাগুলো প্রচুর ভাঙা ও গর্ত থাকায় সাধারণ যাত্রীদের চলাচলে অসুবিধা হচ্ছে। ব্যাটারিচালিত রিকশা চলাচল করলেও পায়ে চালানো রিকশা চলাচল করতে পারছেনা, পানির নিচে গর্তে পড়ে যাওয়ার ভয়ে। কিছু প্রাইভেট কার ও বাস ছাড়া রাস্তায় প্রায় কোনো যানবাহনই চলাচল করতে পারছেনা।এছাড়াও রাজধানীর জিগাতলা, কলাবাগান ও গ্রীনরোডে বসবসারত একাধিক বাসিন্দা পানি জমার খবর নিশ্চিত করেছেন।

পথচারী মো. আমিনুল হক জানান, প্রধান সড়কগুলোতে কিছুটা পানি কম জমলেও ভিতরের রাস্তাগুলোর অবস্থা আরো অনেক খারাপ।

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।