এসি আই অ্যানিমেল হেলথ-এর উদ্যোগে এবং চীনের খ্যাতনামা Lachance Group-এর সহযোগিতায় রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক টেকনিক্যাল সেমিনার, যেখানে প্রাণিসম্পদের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বাইল অ্যাসিডের ব্যবহার নিয়ে আলোচনা হয়।
“Application of Bile Acid in Keeping Good Health of Liver and Fat Utilization Towards Better Performance of Animal” শিরোনামে অনুষ্ঠিত এই সেমিনারে অংশ নেন দেশি-বিদেশি প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, ফিড ইন্ডাস্ট্রির পেশাজীবী ও প্রযুক্তি পরামর্শকরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এসি আই অ্যানিমেল হেলথ-এর হেড অব বিজনেস ডা. মোঃ আমজাদ হোসেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন Lachance Group-এর সেলস ম্যানেজার মি. আর্মান রয়, তুরস্কের Tetra Force Nutrition-এর ডেপুটি চেয়ারম্যান মি. সেয়ফি আই, বাংলাদেশের কৃষিবিদ মো. আখতারুজ্জামান ও থাইল্যান্ড থেকে মিস থিতি জিনিয়িম।
তাঁরা প্রাণিসম্পদ খাদ্যে বাইল অ্যাসিডের সঠিক প্রয়োগে লিভার হেলথ উন্নয়ন, চর্বি পরিপাকে সহায়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসি আই অ্যানিমেল হেলথ-এর চীফ টেকনিক্যাল এডভাইসার ডা. এম এ ছালেক, ন্যাশনাল সেলস ম্যানেজার ডা. ফয়সাল ফেরদৌস এবং খাতসংশ্লিষ্ট পেশাজীবীরা।
সেমিনারটি সঞ্চালনা করেন কৃষিবিদ মেহেদী ইসলাম, মার্কেটিং ম্যানেজার, এসি আই অ্যাকুয়াকালচার। অনুষ্ঠানের শেষ পর্বে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ রায় বন্ধু সবাইকে ধন্যবাদ জানান।
এসি আই অ্যানিমেল হেলথ প্রাণিসম্পদ ও মৎস্য খাতে ভেটেরিনারি ওষুধ, ভ্যাকসিন, ফিড অ্যাডিটিভ ও কারিগরি সহায়তা দিয়ে আসছে। Lachance Group, চীনের এই প্রতিষ্ঠানটি, Runoen নামে একটি বাইল অ্যাসিড ভিত্তিক পণ্য ৬০টিরও বেশি দেশে সরবরাহ করছে এবং বিশ্বব্যাপী ফিড ইন্ডাস্ট্রিতে প্রযুক্তি সহায়ক হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।


