বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের লেভেল -১, টার্ম-১ এর প্রথম দিনের ভর্তি প্রক্রিয়া শেষ হলো।
আজ ১৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৯ টায় প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শুরু হয়ে ১১ টা পর্যন্ত চলে। এতে মেধাক্রম ১ থেকে ৬০০ এর মধ্যে মাত্র ৭৭ জন ভর্তি হয়। এবং ৫ জন মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়।
পরে দ্বিতীয় ধাপ বেলা ১১ থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। এতে মেধাক্রম ৬০১ থেকে ১৫০০ মধ্যে ৩৫৪ জন ভর্তির জন্য ফর্ম সংগ্রহ করে। এতে ৫ জন মুক্তিযোদ্ধা কোটায় এবং ১ জন উপজাতি কোটায় ভর্তির ফর্ম সংগ্রহ করে।
দুই ধাপে ভর্তি কার্যক্রম শেষে ১০ বিভাগের ৬০০ টি আসনের বিপরীতে মোট ৪৩১ জন ভর্তি হয়। এতে ১১ জন কোটায় ভর্তি হয়। বাকি ১৬৯ টি আসন ফাঁকা রয়েছে।
ভর্তি কার্যক্রমে কোনো ধরনের জালিয়াতি এবং ভর্তিতে আশানুরূপ শিক্ষার্থী ভর্তি হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, কোনো ধরনের জালিয়াতির খবর পাওয়া যায়নি এবং তিনি আরো বলেন, প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থী পাচ্ছে বুটেক্স।
আসন শুন্য থাকায় পরবর্তীতে ভর্তির তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন ভর্তির সময়সীমা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৬ জুন বুটেক্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং ২০ জুন ফলাফল প্রকাশ করা হয়। উক্ত ফলাফলের প্রেক্ষিতে আজ ১৮ জুলাই মেধাক্রম ১ থেকে ১৫০০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়।


