ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রতীক পেলেন বগুড়ার উপ-নির্বাচনের প্রার্থীরা

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শূন্য দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামসহ অন্য সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনীত প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল, জাকের পার্টির আব্দুর রশিদ গোলাপ, বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দীন মন্ডল ডাব প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল হাসান সিদ্দিকী জুয়েল কুড়াল ও শাহীন মোস্তফা কামাল পেয়েছেন লাঙল প্রতীক।

এদিকে বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর লাঙল, জাকের পার্টির ফয়সাল বিন শফিক গোলাপ, গণফ্রন্টের আফজাল হোসেন মাছ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এমদাদুল হক এমদাদ মশাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম বটগাছ প্রতীক পেয়েছেন।

এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ট্রাক ও মাসুদার রহমান হেলাল পেয়েছেন আপেল প্রতীক।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, আজ প্রার্থীদের নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের আচরণ বিধি সম্পর্কেও দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা যায়, সোমবার থেকে চলতি মাসের ৩০ জানুয়ারি রাত ৮ পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে নির্বাচনের আচরণ বিধি ও কানুন লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।