ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের দরজায় প্রার্থীরা

বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দরজায় হাজির হচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরীর প্রতিশ্রুতি শোনাচ্ছেন ভোটারদের। স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান শহর যানজটমুক্ত ও বিশ্ববিদ্যালয় নির্মাণের অঙ্গিকার করেছেন। আর জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর উন্নয়নকাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয় পেতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নিয়মিতই সমাবেশ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছেন তিনি।

তিনি বলেন, এবার যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে সময়সীমা কম নয়। বাংলাদেশ নয়মাসে স্বাধীন হয়েছে। সেখানে ১০ মাস অনেক সময়। কিন্তু এই আসনের ভোটারদের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মান, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, শহরের বাহিরে দিয়ে কয়েকটি বিকল্প সড়ক তৈরীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে চাই। আওয়ামী লীগ উন্নয়নের দল। আর এজন্য এই আসনের মানুষ নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলেও আশাবাদী এই সংসদ সদস্য প্রার্থী।

নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী ও সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দ। ভোটার ও সমর্থকদের নিয়ে হাটে-বাজারে ট্রাক প্রতীকের জন্য ভোট চাইছেন তিনি। একই সাথে সুযোগ পেলে বগুড়াকে আধুনিক শহরে রুপান্তর করার প্রতিশ্রুতিও শোনাচ্ছেন ‘ফাটাকেস্ট’ খ্যাত এই প্রার্থী।

বগুড়া শহরকে নয়দিনে যানজট মুক্ত করার প্রতিশ্রুতি জানিয়ে আব্দুল মান্নান আকন্দ বলেন, বগুড়া শহরের যানজট এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে আমি এমপি নির্বাচিত হলে ৯ দিনের মধ্যে শহরকে যানজটমুক্ত করব। শুধু তাই নয়, সরকার যা উন্নয়ন করার করছেই। এজন্য আমার সেদিকে খেয়াল নেই। আমি চাই, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে। যেন তারা শিক্ষা, স্বাস্থ্য ও দু’বেলা খাবার খেতে পারে।

এদিকে বগুড়া-৬ আসনে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর তার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার অঙ্গীকার করেছেন। তার কথায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম। সেসময় রাস্তাঘাটসহ অসহায় মানুষদের নিয়ে অনেক কাজ করেছি। এবার যদি নির্বাচিত হই তাহলে অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করতে চাই।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাসুদার রহমান হেলাল, আশরাফুল আলম হিরো, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, জাসদের এমদাদুল হক এমদাদ, জাকের পার্টির ফয়সাল বিন শফিক ও খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম স্থানীয় ভোটারদের দরজায় হাজির হয়ে নিজের জন্য ভোট প্রার্থনা করছেন।

তবে স্থানীয় ভোটাররা বলছেন, নির্বাচন সামনে এলেই প্রার্থীদের আনোগোনা বেড়ে যায়। ভোট শেষ হলেই তাদের খুঁজে পাওয়া যায় না। সংসদ সদস্যরা নির্বাচনী এলাকা বাদ দিয়ে ঢাকাতেই বেশি সময় ব্যয় করেন। এজন্য আমরা সবসময়ই বঞ্চিত হয়েছি। কিন্তু এবার দেখে, বুঝে ও শুনে প্রার্থী নির্বাচিত করতে চাই। প্রতিশ্রুতি নয়, অতীতের কাজকর্মের দ্বারা পছন্দের প্রার্থীকে ভোট দিব।

তফসিল অনুযায়ী, আগামী ১লা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন। এদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। তবে কোনো কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না বলে জানা গেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।