প্রতিবাদ: গত ২৩ ডিসেম্বর দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “মাদরাসার কোটি টাকা তি যেভাবে যুবলীগ নেতার পকেটে” শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, সংবাদে আল জামিয়াতুল ইসলামিয়া কাজিরচর দারুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানাটি কাজিরচর মোহাম্মদপুর দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা সম্প্রতি বিক্রি নিয়ে সাংবাদিকের বরাদ দিয়ে আমার নামে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যেমূলক। তিনি কারও দ্বারা প্রভাবিত হয়ে সংবাদের অংশে আমার নাম উল্লেখ করেছেন। মাদরাসা ও এতিমখানাটি কে বা কারা বিক্রি করেছে তা অবগত নই। তারপরও এ ধরনের ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক। প্রকাশিত সংবাদে আমার নাম জড়িয়ে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা বানোয়াট ও মিথ্যা। সংবাদের প্রতিবাদ প্রকাশ করে ভ্রান্ত থেকে সামাজিক মর্যাদা রক্ষার দাবি জানাই।
প্রতিবাদে ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন আরও বলেছেন, আমি কোনো লুটপাট এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই, আমাকে ঘিরে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। তিনি বলেছেন, একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই তারা এ কাজ করিয়েছে। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, হীনস্বার্থ, রাজনৈতিকভাবে ঘায়েল ও উদ্দেশ্যে প্রনোদিতভাবে অপ-প্রচার চালাচ্ছে। যারা আওয়ামীলীগের খাতায় নাম রেখে চাঁদাবাজি করে, যারা আমার রাজনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যায় তারা সফল না হতে পেরে মনের জ্বালাপোড়ার ক্ষুধা মিটিয়ে ঘুমানোর জন্য মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে আমাকে ও আমার পরিবারকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। অপপ্রচার করে জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুন্ন করা যায় না। এমন ভিত্তিহীন বানোয়াট মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
সভাপতি
মো: দেলোয়ার হোসেন
ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগ পলাশ-নরসিংদী
বিজ্ঞপ্তি/এবি


