আজ (১৩ অক্টোবর) রোজ শুক্রবার বারাকা কমিউনিটি সেন্টারে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি শেখ আহমেদ রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা মনিরুজ্জামান মনির, পিসিএসপি কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর সভাপতি আব্দুল হামিদ রানা এবং পিসিএনপি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মূল সমস্যা একতাবদ্ধতা আমরা বাঙালিরা এক হতে পারি না। সব সময় ইগোনিয়ে বসে থাকি। শুধু তাই নয়, নিজেদের স্বার্থ নিজে আদায় করতে ভয় পাই। তিনি আরো বলেন আপনারা আমাদের সাথে আসেন দল যার যার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সবার। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই পাহাড়ে শান্তি বজায় রেখে বসবাস করতে চাই।
প্রধান বক্তা বলেন, আজ তোমাদের একটি নতুন পরিবার উপহার দিচ্ছি। মনে রাখবা আজ থেকে তোমরা একটা পরিবার তোমাদের ঐক্য বিনষ্ট করার অনেক চক্রান্ত চলবে কিন্তু তাতে পা দেওয়া যাবে না। আমাদের মূল লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। খুন করা খুনের আসামীদের বিচারের আওতায় আনা ।
আতপর সভাপতি ইব্রাহীম খলিল অপি ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদকে করে ৪১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি ইব্রাহীম খলিল অপি ও সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।
এ সময় পিসিসিপি সাত কলেজ শাখার সভাপতি দিদারুল আলমসহ ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ও অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভাপতি অপি বলেনঃ-আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। প্রথমে আমাদের চট্টগ্রাম
পার্বত্য অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি।পার্বত্য অঞ্চলে আমরা শিক্ষাক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছি।এটা শুধু কোটা ব্যবস্থার কারণে আমরা, পার্বত্য কোটা চাই তবে পার্বত্য কোটায় বাঙ্গালীদের অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় ছাত্র পরিষদ দুর্বার আন্দোলন গড়ে তুলবে আমাদের মৌলিক অধিকার আদায় করার জন্য আমরা শান্তি প্রিয় পাহারের বাঙালি আমরা সর্বদাই পাহাড়ে শান্তি চাই শান্তিতে বসবাস করতে চাই পাহাড়ি বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই।
সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেনঃ-
আমরা পার্বত্য চট্টগ্রামকে বর্তমান সময়ের সাথে বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সর্বচ্চ আপডেট দেখতে চাই। তারই পেক্ষিতে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি জাতি গোষ্ঠরি সমান অধিকার উন্নয়ন করার লক্ষে আমরা শিক্ষার্থী হিসাবে সর্বাত্ত্বক সহযোগিতা করবো সাথে পাহাড়ের সকল শিক্ষার্থীদের ঢাকায় যেকোনো সমস্যায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ঢাকা মহানগর আমরা তার পাশে থাকবো ইনসআল্লাহ।


