বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর ২০২৩) “Growth and Development Analysis of Jute Crops for Model Simulation” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই এর মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই এর সাবেক মহাপরিচালক ড. আ. শ. ম. আনোয়ারুল হক, কারিগরি উইং এর পরিচালক মোঃ মোসলেম উদ্দিন, জুট টেক্সটাইল উইং এর পরিচালক ড. ফেরদৌস আরা দিলরুবা, পিটিসি উইং এর পরিচালক ড. মাহমুদ আল হোসেন, এবং এগ্রোমেট প্রকল্প, ডিএই এর প্রকল্প পরিচালক ড. মো: শাহ কামাল খান।
সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি উইং এর পরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা করেন জুট ফার্মিং সিস্টেমস বিভাগ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল হোসেন এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব বিশ্বজিত কুন্ডু। আরো উপস্থিত ছিলেন প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ ড. এস. এম. মাহবুব আলী, সকল বিভাগের সিএসও, পিএসও, এসএসও, এসও সহ সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।
সংবাদ লাইভ/ঢাকা


