ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পরিবেশকর্মী মাহফুজ রাসেলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

চট্রগ্রাম প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহফুজ রাসেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের ‘সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন’।

রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে অনুষ্ঠিত।
এসময় পরিবেশকর্মী মাহফুজ রাসেল এবং তার সহযোগীদের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সেইভ দ্য নেচার অব বাংলাদেশ এর চেয়ারম্যান আনম মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল আলীম,  নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি আলিউর রহমান , পরিবেশ ফোরামের সভাপতি মঞ্জুরুল করিম বিপ্লব,গ্রীন ফিঙ্গার্স সংগঠনের সহ সমন্বয়ক আবু সুফিয়ান,অগ্নিবীণা পাঠাগারের সভাপতি সৌরভ চৌধুরী।
স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের চেয়্যারমান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মাহফুজ রাসেল প্রকৃতির অকৃত্রিম বন্ধু। যিনি স্বদেশের প্রকৃতিকে প্রকৃতির রুপে সাজাতে উন্নত দেশ ও আয়েশী জীবন ত্যাগ করে দুর্গম পার্বত্য অঞ্চলের ইকোসিস্টেম ফিরিয়ে আনতে দীর্ঘসময় কাজ করছিলেন। তিনি তো ঐ এলাকার জনপ্রতিনিধি বা জননেতা হতে চায়নি বরং ঐ এলাকার প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করতে নিজের স্বর্বস্ব দিয়ে কাজ করছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা ও নির্মমভাবে আহত করার বিশেষ ঈঙ্গিত আমরা ঠিকই বুঝি। আমরা তার উপর হামলার তীব্র নিন্দা ও দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচার দাবি করছি।
অগ্নিবীণা পাঠাগারের সভাপতি সৌরভ চৌধুরী বলেন, পরিবেশবাদী মাহফুজ রাসেল অর্ধ যুগ ধরে বন ও প্রাণপ্রকৃতি রক্ষায় আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন। মাহফুজ রাসেলের উপর হামলা পরিবেশ রক্ষা আন্দোলনের উপর হুমকি স্বরূপ। তাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলা প্রয়োজন।
বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য জীববৈচিত্র্য রক্ষা করবে। জীববৈচিত্র নিয়ে কাজ করার কারনে আজকে যার উপরে আক্রমন হয়েছে। সে মাহফুজ রাসেল বিদেশের আয়েশি জীবন ছেড়ে খাগড়াছড়ির পাহাড়ে জায়গা নিয়ে জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছে। যার কারনে সে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতিও পেয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ নিয়ে যারা কাজ করে, জীববৈচিত্র্য নিয়ে যারা কাজ করে তারা জাতীয় মূল্যবোধ নিয়ে কাজ করে।  রাসেল তাদের একজন।  রাসেলের ওপরে হামলা করে জাতীর মূল্যবোধ ও সত্ত্বার উপর হামলা করা হয়েছে।
রেজওয়ানা হাসান আরো বলেন, বাঙালী জাতি সংবেদনশীল ও সহমর্মি একটি জাতী। দুষ্টকে দমন ও সুষ্টকে পালন করার কথা হলে আমাদের দেশে তার উল্টোটা হচ্ছে। বন জঙ্গলের প্রকৃতির জন্য যারা হুমকি তাদের প্রশ্রয় দেওয়া কোনভাবেই কাম্য নয়।
‘খাগড়াছড়ির  বনের অবৈধ কাট চোরাকারবারীরা রাসেলের ওপরে হামলা করেছিল। এই ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও প্রশাসন কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। রাসেলের ওপর হামলার সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই ঘটনায় সরকার দ্রুত ব্যবস্তা না নিলে খাগড়াছড়ির সব সরকারী অফিস আমরা  ঘেরাও করব।’ বলেন তিনি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি আলিউর রহমান।
অগ্নিবীণা পাঠাগার, পরিবেশ ফোরামসহ চট্টগ্রামের অন্তত ১০টি সংগঠন , পরিবেশকর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সচেতন মহলের নাগরিকেরা মানববন্ধনে অংশ নেন।
প্রসঙ্গত, মাহফুজ রাসেল খাগড়াছড়ির মাটিরাঙায় অবস্থিত পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা ও পরিচালক। গত  ৬ বছর ধরে মাহফুল রাসেল মাটিরাঙার অর্জুনটিলা এলাকায় বন ও বন্যপ্রাণী রক্ষার সচেতনতা বৃদ্ধির কাজ করছিল। যার কারনে স্থানীয় বন্যপ্রাণী শিকারের সাথে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্র তাঁর উপর ক্ষিপ্ত ছিলে বলে জানা গেছে।
গত ১১ এপ্রিল সকালে মাহফুজ রাসেলের কেয়ার টেকার ও তার ভাইকে তুলে নিয়ে মারধর করে ওই চক্র। কেয়ার টেকার ও তার ভাইকে উদ্ধার করতে গেলে চক্রের সদস্যরা মাহফুজ রাসেলের উপরও চড়াও হয়ে উঠে।
এই ঘটনার পর প্রথমে অভিযোগ দায়ের এবং পাঁচদিন পর মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ী করেছেন মাহফুজ রাসেল । হামলার দিনের বর্ণনা দিয়ে মাহফুজ রাসেল গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে  হামলাকারীরা আমার বাগানের কেয়ার টেকারের ছেলে মো: শরীফ আলীকে অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধার করতে গেলে তাঁর ভাই শাহ আলমের উপরও  হামলা করে। পরে বিষয়টি নিয়ে সমাধান করার জন্য গেলে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন, আলী হোসেনসহ আরো অনেকের উপস্থিতিতে বৈঠকে চলাকালীন সময়ে স্থানীয় ও চক্রটি আমার উপরে হামলা করে। পরে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে  আমাদের উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া  বলেন, পরিবেশ কর্মী মাহফুজ রাসেলের উপর হামলার ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ লাইভ/চট্রগ্রাম

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।