মেহেদী সৌরভ, ঢাকা: পদ্মা সেতুতে টোল আদায়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। সোমবার পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
বুধবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে পার হয়েছে ৪৩ হাজার ১৩৭ টি যানবাহন। এ থেকেই ওই পরিমাণ টোল আদায় করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, এরমধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমাণ ৮ শত কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮ শত ৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট যানবাহন পাড়ি দিয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮ টি যানবাহন।
সংবাদ লাইভ/মেহেদী
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


