ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নৌকার আলোতে আলোকিত ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৩ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে আজ (৮ জানুয়ারি) থেকে জ্বলে উঠেছে নৌকাকৃতি দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতি।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে ৩২নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজ উত্তর পাড় এলাকায় ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

এসময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সড়ক আরও আলোকিত হয়ে উঠবে।

তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সংকটও কেটে যাবে।

এসময় ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এমদাদুল হক মন্ডল, ৩১,৩২,৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।