ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নোয়াখালীতে তৌহিদ অ্যাসোসিয়েটস এর ক্যারিয়ার মিটআপ-এ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (১১ আগস্ট) নোয়াখালীতে আড়াই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার মিট আপ অনুষ্ঠিত হয়েছে। তৌহিদ অ্যাসোসিয়েটস এর আয়োজনে শহরের নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ আহছান উল্যাহ শিমুল এর সভাপতিত্বে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিডি জবস এর এজিএম (প্রোগ্রামস) মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরএম) জুবায়ের হোসেন, তৌহিদ অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা মোঃ তৌহিদুজ্জামান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট বিভাগীয় প্রধান (নন টেক) জি এম তাজউদ্দিন। এছাড়াও লক্ষ্মীপুর, নোয়াখালীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ, বর্তমান চাকরি বাজার সম্পর্কে আলোচনা করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌহিদ অ্যাসোসিয়েটস এর কো-অর্ডিনেটর মো. তানজিত।

সার্বিক সহযোগিতা করার জন্য নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট এবং হক পাবলিকেশনস্ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তৌহিদ অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা মোঃ তৌহিদুজ্জামান। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।