ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নোবিপ্রবিতে শিক্ষকবৃন্দের প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন

সংবাদ লাইভ
মার্চ ১৭, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকবৃন্দদের নিয়ে দুই দিনব্যাপী ÔTraining and Workshop on Outcome Based Education (OBE) Curriculum’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ।

বুধবার (১৫ মার্চ ২০২৩) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপি আইকিউএসি সম্মেলন কক্ষে শিক্ষকবৃন্দের এ প্রশিক্ষণ কোর্স ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। প্রশিক্ষণ কোর্সের রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসির সাবেক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম এবং নোবিপ্রবি শিক্ষক সমতিরি সভাপতি, শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। এতে অংশগ্রহণকারী বিভাগগুলো হলো, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ ও শিক্ষা বিভাগ।

এসময় নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন ও আয়োজনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী প্রশিক্ষণ কোর্স ও কর্মশালা অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা জানান।

সংবাদ লাইভ/নোবিপ্রবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।