জাকারিয়া শাকিল ফকির, নোবিপ্রবি প্রতিনিধি: অনুমতি ছাড়া সন্ধ্যার পরে ক্যাম্পাসে বারবিকিউ পার্টি, গান-বাজনাসহ যে কোন ধরনের অনুষ্ঠান থেকে শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিনা অনুমতিতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে সন্ধ্যার পর বিভিন্ন বিবিকিউ অনুষ্ঠান, গান-বাজনা করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রক্টরের অনুমতি ব্যতীত এ সকল অনুষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নির্দেশ অমান্য করা হলে কতৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
এদিকে, অনুমতি ছাড়া অনুষ্ঠান না করার বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে মন্তব্য করছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তির পক্ষ নিয়ে জুনায়েদ রাফি নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, আগে হল থেকে সবাই মিলে গিয়ে নীলদিঘীতে গোসল করতাম আমরা। আর এখন নীল দিঘীর সিঁড়িগুলো আর পানির অবস্থা দেখছেন? এটার নাম কেন নীলদিঘী রাখা হইছিল। এটাইতো এখনকার শিক্ষার্থীরা জানেনা। এই দিঘীর পানি আগে সমুদ্রের পানির মতো স্বচ্ছ, সুন্দর ছিলো। আর এখন পার্টির পর সব জিনিস ঐ সিঁড়ি আর পানিতে ফেলে শিক্ষার্থীরা। নীলদিঘীর ওখানে সবধরনের প্রোগ্রাম বন্ধ করাই তো ভালো ছিল। আমাদের সারা শরীরে কাঁদা, আর আমরা প্রশাসনকে বলি উনারা যাতে পরিষ্কার হয়ে চলেন।
বিজ্ঞপ্তির বিপক্ষে মন্তব্য করে আরেক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বার্বিকিউ পার্টি করবে, গান বাজনা করবে এটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে যে দিন রাত সর্বক্ষণ অসামাজিক কাজ করে তা প্রশাসনকে বারবার অবগত করার পরও কোনো ব্যবস্থা নিতে দেখলাম না। আর তারা পড়ে আছে শিক্ষার্থীদের বারবিকিউ আর গান বাজনার অনুমতি নিয়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেছেন, ক্যাম্পাসে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ লাইভ/জাকারিয়া


