ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নেত্রকোণা-৫ আসনে নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইঞ্জি. মিছবাহুজ্জামান চন্দন

নেত্রকোণা প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১ নেত্রকোনা ৫ পূর্বধলা আসনে ৪র্থ বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক তুখোর ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ মিছবাহুজ্জামান চন্দন। আজ শনিবার (১৮ নভেম্বর) তিনি এ মনোনয়ন সংগ্রহ করেন। 

জানা গেছে, ইঞ্জিনিয়ার মোঃ মিছবাহুজ্জামান চন্দন বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কৃষি প্রকৌশল বিভাগের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক নির্বাচিত সম্পাদক। তিনি বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার দুই দুই বারের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সামগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও গবেষণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এ সংগ্রামী ছাত্রনেতা জামাত-শিবিরের সশস্র আক্রমণে শিকার হয়েছেন বারবার। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক হয়েছিলেন অল্পের জন্য মৃত্যুর হাত থেকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছেন সে সময় ততকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে শ-শরীরে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

এ আপোষহীন সংগ্রামী নেতার বিরুদ্ধে বিএনপি জামাত সরকারের করা মিথ্যা খুনের মামলার আসামী হিসেবে নিদারুন অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন, ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে ও সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে বার বার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে বিতাড়িত হয়েছেন।

সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।