ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নেই তামিম, চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। অথচ এর আগেই যেন নাটকীয়তার সর্বোচ্চটা মঞ্চস্থ হলো বাংলাদেশে। সব নাটকীয়তার অবসান ঘটল ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায়। যেখানে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ইকবালের আচমকা অবসর কাণ্ডের পর এশিয়া কাপের আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। সোমবার হঠাৎ গুঞ্জন, বিশ্বকাপে নেতৃত্ব দিতে চান না তিনি। তবে তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছে।

দল ঘোষণার আগে সবার চিন্তা ছিল তামিমকে ঘিরে। চট্টগ্রামের এই ওপেনারকে ছাড়াই বিশ্বকাপের বিমানে উঠবে বাংলাদেশ। বাকি সব জায়গায় মোটামুটি আগে থেকে ধারণা করা ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।