আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে স্বত্বঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করার আহ্বান জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ।
শুক্রবার (৬ জানুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৯৭ জন শিক্ষক সচেতন শিক্ষকের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র স্বাক্ষরিত খোলা চিঠিটি প্রেরণ করা হয়।
সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে সচেতন শিক্ষক সমাজ বলেন, মাত্র কিছুদিন আগেই বাংলাদেশ নামক ভূ-খণ্ডটি তার বিজয়ের ৫৩-তম দিবস উদযাপন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রের মুখেও দেশটি সামগ্রিকভাবে অর্থনীতিতে উন্নতি সাধন করেছে।
বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ খোলা চিঠিতে আরো বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান অনেক সংবেদনশীল। উন্নয়নের ধারা অব্যাহত রাখা তথা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন এদেশের জনগণ দেখেছে, তা বাস্তবায়ন করতে একটি নির্বাচিত সরকার ও রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশ প্রয়োজন। বিগত সময়ে যা বংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক উপলব্ধি করেছেন।
চিঠিতে আরো বলা হয়, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে অপরাপর রাজনৈতিক দলগুলোর ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি পরিহার করে নির্বাচন কমিশনের আহ্বানে নির্বাচনমুখী হওয়া বাঞ্চনীয় ছিল। তা না করে কিছু রাজনৈতিক দল অগ্নিসংযোগ ও হত্যার পথ বেছে নিয়েছে। তারা নির্বাচন কমিশনকে অসহযোগিতা তথা সর্বোপরি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে, যা সাধারণ জনগণের কাছে নিন্দনীয়। তাদের এ বিধ্বংসী রাজনীতি সাধারণ জনগণকে হতাশ ও ক্ষুদ্ধ করেছে। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার প্রেক্ষিতে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ দেশবাসীকে স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করার আহ্বান জানিয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র বলেন, ভোট আমাদের সাংবিধানিক অধিকার। ভোট আমাদের নাগরিক অধিকার। আগামী ৭ই জানুয়ারী দেশের প্রত্যেক ভোটারের উচিত তার ভোটাধিকার প্রয়োগ করে সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত করা। যারা মহান জাতীয় সংসদে গিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।


