নিউজিল্যান্ড সফরে কিউইদের বিপক্ষে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে নিগার সুলতানার দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৪ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৪ রান করেন সাচি। বাংলাদেশের সানজিদা ৩ ওভারে ১৫ রান খরচায় নেন ২ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী উইকেট জুটিতে স্কোর বোর্ডে ৭৭ রান জড়ো করেন বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা ও দিলারা। দিলারা ব্যক্তিগত ২৪ ও মুর্শিদা আউট হন ৩৮ রান কনে।
পরে অধিনায়ক জ্যোতি ব্যক্তিগত ১৯ রানে ফিরলে দলীয় ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেট জুটিতে ২৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ফারজানা ও রুমানা। এতে ১৮ ওভারে স্কোর বোর্ডে ৩ উইকেটে ১২৫ রান তুলে সাত উইকেটের জয় নিয়ে মাঠে ছাড়ে নিগার সুলতানা জ্যোতিবাহিনী।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


