ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটার দিকে একটি প্রভাত ফেরি বের করা হয়। বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের নেতৃত্বে প্রভাত ফেরিটি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।

এরপর সকাল ৮টার দিকে বাকৃবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এসময় শহীদদের আত্মত্যাগ ও চেতনাকে লালন করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে শপথ পাঠ করান তিনি। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও এক মিনিটি নিরবতা পালন করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১১ টার দিকে বকিৃবি শিক্ষক সমিতির আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: উচ্চ শিক্ষায় মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সংবাদ লাইভ/ এবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।