বরিশালের মুলাদীর নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে নদী থেকে লাশ উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘অর্ধগলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন, সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।’ তিনি আরও বলেন, লাশের সাথে পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬নং বাসার ঠিকানা দেওয়া আছে। পিতার নাম এটিএম শামসুজ্জামান লেখা রয়েছে। পরে সূত্রাপুর থানায় যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে লাশটি অভিনেতা শামসুজ্জামানের ছেলের।


