ঢাকামঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নতুন বছরে বই উৎসবে মেতে উঠবে শিক্ষার্থীরা

সংবাদ লাইভ
ডিসেম্বর ২৭, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া: নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বগুড়া জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।

এরই মধ্যে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা থেকে উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই পৌঁছাতে শুরু করেছে।

জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী জানান, বগুড়ায় এ পর্যন্ত ৪৫ শতাংশ মাধ্যমিক ও এবতেদায়ী শ্রেণীর বই এসেছে। ইতোমেধ্য সেগুলো বন্টন শুরু করা হয়েছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৩৫ শতাংশ বই পাওয়া যাবে।

বইয়ের নিন্মমান নিয়ে তিনি জানান, বেশকিছু বইয়ের কাগজের মান নিন্মমানের লক্ষ্য করেছি। তবে মন্ত্রনালয়ের তদারকির কারণে বইয়ের কাগজের মান উন্নত করা হয়েছে। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় এখন আমাদের একমাত্র লক্ষ‌্য। আগামী জানুয়ারি মাসের মধ্যেই প্রায় সকল বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলেও তিনি জানিয়েছেন।

তবে জেলা শিক্ষা অফিসের একটি সূত্র থেকে জানা গেছে, বগুড়া সদর উপজেলার উৎসবের জন্য প্রায় ৭৫ শতাংশ বই পৌঁছে গেছে। বাকি বইগুলো জানুয়ারির ১৫ তারিখের মধ্যে পৌঁছানোর কথা জানিয়েছে সূত্রটি।

এদিকে মাধ্যমিকের পাশাপাশি বগুড়াতে প্রাথমিক ও ইবতেদায়ী শ্রেণীর বইও বন্টন শুরু হয়েছে। বগুড়ায় এ পর্যন্ত ৫২ শতাংশ প্রাথমিক শিক্ষার বই এসেছে বলে জানা গেছে।

বিষয়টি সম্পকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী বলেন, বগুড়ায় প্রাথমিক শিক্ষার ৫২ শতাংশ বই পৌঁছে গেছে। এরমধ্যে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর সকল বই আমাদের হাতে এসেছে। বাকি শ্রেণির বইগুলো আগামী ৫ দিনের মধ্যে পাবেন বলে আশা করছেন এই কর্মকর্তা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।